ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

রাজবাড়ীতে ৭টি অবৈধ ইটভাটা ভাঙাসহ জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৯:১৩ পিএম

রাজবাড়ীতে ৭টি অবৈধ ইটভাটা ভাঙাসহ জরিমানা

রাজবাড়ীর পাংশা ও বালিয়াকান্দিতে ৭টি অবৈধ ইটভাটা ভাঙাসহ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার ও সোমবার দুইদিনে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী এ অভিযান পরিচালনা করেন।

রাজবাড়ী জেলা কার্যালয় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ বলেন, সোমবার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের মো. আইনাল হক দেওয়ানের এম. এস. ডি ব্রিকসের অবৈধ ইটভাটাটির ড্রাম চিমনি, কিলন এক্সেভেটর দিয়ে ভাঙ্গা হয় ও কাঁচা ইট নষ্ট করা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়। তাকে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার পাংশা উপজেলার চরঝিকড়ি সুজন মল্লিকের জে. এস. বি ব্রিকসের অবৈধ ইটভাটাটির ড্রাম চিমনি, কিলন এক্সেভেটর দিয়ে ভাঙ্গা হয় ও কাঁচা ইট নষ্ট করা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়। তাকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। হাবাসপুর চরপাড়ার মো. আরিফের এস.কে.বি ব্রিকসের কাঁচা ইট নষ্ট করা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়। তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পারভেল্লাবাড়িয়ার মো. ইদ্রিস আলী মণ্ডলের ডব্লিউ, আই, জেত ব্রিকসের কাঁচা ইট নষ্ট করা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়। তাকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। পারভেল্লাবাড়িয়ার চয়ন উদ্দিনের এম এন্ড বি ব্রিকসের কাঁচা ইট নষ্ট করা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়। তাকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বাবুপাড়ার হাজারাপাড়ার আর এন্ড বি ব্রিকসের কাঁচা ইট নষ্ট করা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়। তাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। দলাগিলার মো. নাসির উদ্দিন খানের কে এন্ড এস ব্রিকসের  কাঁচা ইট নষ্ট করা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়। তাকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদের উপস্থিতিতে বালিয়াকান্দি উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ইমরান হোসেন। 

মোবাইল কোর্টে উপস্থিত থেকে সহযোগিতা করে রাজবাড়ী পুলিশ লাইন ও পাংশা থানার পুলিশের একটি টিম, র‌্যাব-১০, সি.পি.সি-৩, ফরিদপুর এর একটি টিম, জেলা আনসার ও ভিডিপি, সদর, রাজবাড়ী এর একটি টিম এবং ফায়ার সার্ভিস, পাংশার একটি টিম। ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

আরএস

Link copied!