ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

টাঙ্গাইলে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২১ কিশোর-তরুণ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

মার্চ ২৮, ২০২৫, ০৪:৫৬ পিএম

টাঙ্গাইলে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২১ কিশোর-তরুণ

টাঙ্গাইলে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বিশেষ পুরস্কার পেয়েছে ২১ জন কিশোর-তরুণ।

শহরের ৬ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি কিশোর ও তরুণদের নামাজে উৎসাহ দিতে এই বিশেষ প্রতিযোগিতা ও পুরস্কারের ব্যবস্থা করে।

বৃহস্পতিবার তারাবির নামাজের পর বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে পাঞ্জাবি, জায়নামাজ, আতর, টুপি ও ইসলামিক বই বিতরণ করা হয়।

জানা যায়, কলেজপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সা‍‍`দ রহমান ও মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কলেজপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সা‍‍`দ রহমান জানান, গত ১৪ ফেব্রুয়ারি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মহল্লার ৩০ জন কিশোর ও যুবক নাম লেখায়। পুরস্কার পাওয়ার শর্ত ছিল টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা। এতে সফল হয়ে ২১ জন কিশোর ও যুবক পুরস্কার লাভ করে।

মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পরশ তালুকদার বলেন, "এমন উদ্যোগ আমাদের সমাজকে সুন্দর করবে। এতে শিশুরা নামাজের প্রতি আগ্রহী হবে। তাদের দেখে অন্যরাও নামাজে আসবে। তরুণরা অসৎপথ ছেড়ে নামাজের দিকে ধাবিত হবে, যা ইতিবাচক দিক। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজানুর মির্জা, সহ-সভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক পরশ তালুকদার, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন টিটুসহ মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!