ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

আল-ইসলাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

মার্চ ৩০, ২০২৫, ০৮:১১ পিএম

আল-ইসলাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রতি বছরের মতো এবারও আল-ইসলাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রোববার বেলা ১১টায় ফাউন্ডেশনের কার্যালয় সংলগ্ন ময়দানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মুফতি মাহবুবুর রহমান (আবুল বাশার) বলেন, "পবিত্র রমজানের সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের জন্য খুশির বার্তা নিয়ে আসে। এ উপলক্ষে আল-ইসলাহ ফাউন্ডেশন এলাকাবাসীর জন্য ঈদ উপহার বিতরণের সিদ্ধান্ত নিয়েছে।"

তিনি আরও বলেন, ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশনটি বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা, সমাজসেবামূলক কার্যক্রম, শীতবস্ত্র বিতরণ এবং দুই ঈদে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার প্রদানসহ অসহায় মানুষদের আর্থিক সহায়তা দিয়ে আসছে।

আল-ইসলাহ ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়ন, সাহিত্য-সংস্কৃতি এবং আর্থ-সামাজিক উন্নয়নসহ নানা কল্যাণমূলক প্রকল্প পরিচালনা করছে। ভবিষ্যতেও এসব কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দেন মুফতি মাহবুবুর রহমান।

তিনি বলেন, "আমাদের সমাজে যারা এমন কল্যাণমূলক কাজ পরিচালনা করেন, তাদের প্রতি অবহেলা না করে যুক্তি, পরামর্শ, অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করা উচিত। তবেই আমরা একটি আলোকিত সমাজ গড়ে তুলতে পারবো।"

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আরিফুল হক জানান, শীঘ্রই শিক্ষা কার্যক্রম, মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান, কর্মসংস্থান ও চিকিৎসা সহায়তা কর্মসূচি চালু করা হবে।

তিনি আরও বলেন, "মানবতার কল্যাণে আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে। আল্লাহ কুরআনে বলেছেন, ‍‍`তোমরা ভালো কাজে সহযোগিতা করো।‍‍` আমরা এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করি এবং আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টা কবুল করেন।"

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের সকল সদস্য, স্থানীয় প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!