ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

দৌলতদিয়ায় জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

এপ্রিল ৩, ২০২৫, ০২:৩৯ পিএম

দৌলতদিয়ায় জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জিয়া সরদার নামে এক ব্যক্তিকে জামায়াত নেতা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতদিয়া ইউনিয়ন শাখা।

এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বেলা ১২টায় দৌলতদিয়া বাজারস্থ জামায়াতের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মো. আনোয়ার হোসেন, সেক্রেটারি মো. আবু সাঈদ সোহাগ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মো. আবু হানিফ খান, গোয়ালন্দ পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক মেহেদুল হাসান আক্কাস, দৌলতদিয়া ২ নম্বর ওয়ার্ড সভাপতি কাজী আব্দুল জব্বারসহ স্থানীয় নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমীর মো. আনোয়ার হোসেন বলেন, সম্প্রতি জিয়া সরদার রেলওয়ের জায়গায় অবৈধভাবে ঘর তুলেছেন বলে অভিযোগ ওঠে। এরপর কিছু ব্যক্তি তাকে ‘জামায়াত নেতা’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি আরও বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ধরনের দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না। ভিডিওতে উল্লেখিত ব্যক্তি জামায়াতের কোনো দায়িত্বশীল নেতা বা সদস্য নন। তার কর্মকাণ্ডের দায় সংগঠনের ওপর বর্তায় না।"

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জামায়াতের হাজার হাজার সমর্থক থাকতে পারে, তবে তাদের সবাই সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত নন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর আগে সাংবাদিক ও সাধারণ জনগণের দায়িত্বশীল হওয়া উচিত। ভবিষ্যতে জামায়াতে ইসলামীর বিষয়ে কোনো কিছু প্রচারের আগে সংগঠনের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়ার অনুরোধ জানান তারা।

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের নেতারা।

ইএইচ

Link copied!