ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

নেত্রকোণায় চাঞ্চল্যকর মাজেদা হত্যাকাণ্ড: ২ যুবক গ্রেপ্তার

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

এপ্রিল ৪, ২০২৫, ০৫:০৩ পিএম

নেত্রকোণায় চাঞ্চল্যকর মাজেদা হত্যাকাণ্ড: ২ যুবক গ্রেপ্তার

নেত্রকোণার জেলা শহরের আরামবাগ এলাকায় চাঞ্চল্যকর মাজেদা বেগমকে (৫২) নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার হাসানোয়াগাঁও গ্রামের মো. শহিদের ছেলে আরিয়ান আহমেদ রাজীব (২২) এবং জেলা শহরের ছোট বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে সাউন বিন তোহা আব্দুল্লাহ (১৫)।

পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা শহরের আরামবাগ এলাকার মৃত আরমান আলীর স্ত্রী মাজেদা বেগম একা বাস করতেন, কারণ তার স্বামী ও ছেলে সন্তান কেউই জীবিত ছিল না। তার একমাত্র মেয়ে ফারিয়া সুলতানা ইতি তার স্বামীর কর্মস্থল ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মাস্টার বাড়ী এলাকায় বসবাস করেন।

গত ২০ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে দুর্বৃত্তরা মাজেদা বেগমকে তার নিজ বাসায় শ্বাসরোধ করে হত্যা করে, এবং তার কাছ থেকে ১৫ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও কানের দুল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় মাজেদা বেগমের মেয়ে ফারিয়া সুলতানা ইতি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ২৫ মার্চ নেত্রকোণা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও নেত্রকোণা মডেল থানার পুলিশের একটি বিশেষ টিম তদন্ত শুরু করে।

তদন্ত চলাকালে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিশেষ অভিযান পরিচালনা করে গাজীপুরের শ্রীপুর থেকে মাজেদা বেগমের চুরি হওয়া স্যামসাং এম-১৪ মডেলের একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরে মোবাইলের সূত্র ধরে ৩ এপ্রিল নেত্রকোণা সদর উপজেলার ছোট বাজার এলাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত রাজীব ও আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুট করা সাত হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাজেদা বেগমকে শ্বাসরোধ করে হত্যা এবং নগদ টাকা, মোবাইল ফোন ও কানের দুল লুটের কথা স্বীকার করেছে।

হত্যাকাণ্ডের ঘটনায় আরও কেউ জড়িত ছিল কি না, সেই বিষয়ে তদন্ত চলছে এবং বাকি লুট করা মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

ইএইচ

Link copied!