ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

নববধূর সামনে চোরের হাতে প্রাণ গেল প্রবাসী স্বামীর, টাকা-স্বর্ণালংকার লুট

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

এপ্রিল ৫, ২০২৫, ০২:১৩ পিএম

নববধূর সামনে চোরের হাতে প্রাণ গেল প্রবাসী স্বামীর, টাকা-স্বর্ণালংকার লুট

ফরিদপুরের নগরকান্দায় চোরের হাতে প্রাণ হারিয়েছেন এক প্রবাসী। চোর চক্রের সদস্যরা ঘরে ঢুকে তাদের চিনে ফেলায় বাড়ির মালিক জামাল মাতুব্বর (৫৫) নামে প্রবাসী এক ব্যক্তিকে খুন করেছে। এ সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে চোরেরা পালিয়ে যায়।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামে এ ঘটনা ঘটে। জামাল মাতুব্বর ওই গ্রামের হাতেম মাতুব্বরের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জামাল মাতুব্বর প্রায় ৩০ বছর ধরে মালয়েশিয়ায় ছিলেন। ঈদ উপলক্ষে গত এক মাস আগে তিনি দেশে আসেন এবং পরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। রাতে চুরি করার উদ্দেশ্যে একদল সংঘবদ্ধ চোর ঘরের জানালার লক কেটে ঢুকে পড়ে। তারা লোহার রড দিয়ে জামালের গোপনাঙ্গে আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জামালের খালাতো বোন সাথী বেগম জানান, "চোরেরা জামালের অন্ডকোষে আঘাত করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।" খবর পেয়ে প্রতিবেশীরা এসে জামালকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলী বলেন, "চোর চক্রের সদস্যরা ঘরে ঢুকে সম্ভবত তাদের চিনে ফেলায় এ ঘটনা ঘটেছে। এখনও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমরা প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।"

ইএইচ

Link copied!