কুড়িগ্রাম প্রতিনিধি
মে ২, ২০২৫, ০৩:২৩ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধি
মে ২, ২০২৫, ০৩:২৩ পিএম
“শ্রমিক–মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে”—এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে বর্ণাঢ্য র্যালি, শ্রমিক সমাবেশসহ নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে মহান মে দিবস।
বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্রসহ র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে বিজয় স্তম্ভ চত্বরে অনুষ্ঠিত হয় শ্রমিক সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এছাড়া আরও বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. নিজাম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষায় সম্মিলিত প্রয়াস, ন্যায্য মজুরি এবং কাজের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
ইএইচ