Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫,

উদ্বোধনের আগেই ফাটল, বাবুগঞ্জে ৪০ লাখ টাকার ব্রিজ ঝুঁকিতে

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

মে ৭, ২০২৫, ০১:২০ পিএম


উদ্বোধনের আগেই ফাটল, বাবুগঞ্জে ৪০ লাখ টাকার ব্রিজ ঝুঁকিতে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে নির্মাণাধীন একটি বক্স কালভার্ট উদ্বোধনের আগেই ফাটল ধরেছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও তদারকির অভাবে ৪০ লাখ টাকার এ সরকারি প্রকল্প এখন ভেঙে পড়ার ঝুঁকিতে।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে দক্ষিণ রফিয়াদি বেলায়েত হাওলাদার বাড়ির পাশের খালের ওপর কালভার্টটি নির্মাণ করছে ‘মা এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পের ঠিকাদার মো. জয়নাল ও সুরুজ গাজী।

মঙ্গলবার (৬ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, কালভার্টের মূল কাঠামোর কাজ শেষ হলেও গাইড ওয়ালে বড় ফাটল ধরেছে এবং কিছু অংশ ভেঙে পড়েছে। ফাটলের স্থানে বালু ও সিমেন্ট দিয়ে জরুরি ভিত্তিতে মেরামতের চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তুলে তারা একাধিকবার প্রতিবাদ জানালেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এমনকি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গাইড ওয়াল ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ দিলেও ঠিকাদার তা না মেনে শুধু ফাটল ঢেকে মেরামতের চেষ্টা করছেন।

সাব-ঠিকাদার সুরুজ গাজী বলেন, ‘গাইড ওয়াল নির্মাণের পর ঠিকমতো পানি না দেওয়ায় ফাটল ধরেছে। স্থানীয়দের পরামর্শে এটি নতুন করে নির্মাণ করা হবে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল হোসেন বলেন, ‘বক্স কালভার্টটির কাজ এখনো হস্তান্তর হয়নি। চার মাস আগে কাজ শুরু হয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিষয়টি নিয়ে কথা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, ‘ইউএনও স্যার বর্তমানে ঢাকায় প্রশিক্ষণে রয়েছেন। তিনি ফিরলে বিষয়টি তাকে জানানো হবে। যদি প্রকল্পে অনিয়ম বা ত্রুটি প্রমাণিত হয়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে কালভার্টটি যে কোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

বিআরইউ

Link copied!