দিনাজপুর প্রতিনিধি
মে ৭, ২০২৫, ০৮:৪৯ পিএম
দিনাজপুর প্রতিনিধি
মে ৭, ২০২৫, ০৮:৪৯ পিএম
দিনাজপুর বিআরটিএ কার্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।
বুধবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দুদকের দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন মুসা। অভিযান চলাকালে বিআরটিএ কার্যালয় চত্বর থেকে দুই দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৪ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল কারাদণ্ড প্রদান করেন। তিনি বলেন, “আটককৃত দুই ব্যক্তি সেবা প্রার্থীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে অভিযুক্ত। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দণ্ড দেওয়া হয়েছে।”
দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন প্রেস ব্রিফিংয়ে বলেন, “বিআরটিএ কার্যালয়ে সেবা প্রত্যাশীদের কাছ থেকে অর্থ আদায়, হয়রানি এবং অনিয়মের একাধিক অভিযোগ দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। অভিযানে দেখা গেছে, সরকারি নথিপত্র বিআরটিএ অফিসের বাইরে ‘ফারুক কম্পিউটার’ নামক দোকানে পাওয়া গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”
সেখান থেকেই আটক করা হয় রাজারামপুর গ্রামের মুন্না ইসলাম (৩৮) এবং বংশিপুর গ্রামের আবিদ হাসান (৩২) নামের দুই দালালকে। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে চার দিনের কারাদণ্ড দেওয়া হয়। বিকেল সাড়ে ৫টায় তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।
বিআরটিএ দিনাজপুর কার্যালয়ের পরিদর্শক মো. শফিকুল ইসলাম জানান, “আমাদের কার্যালয়ে ১২ জন কর্মী এবং প্রজেক্টের অধীনে ডিজিটাল নম্বর প্লেট, স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন কার্যক্রমে নিয়োজিত ৫ জন অতিরিক্ত কর্মী রয়েছেন। বাইরে কেউ ফরম পূরণ ও অন্যান্য সেবা দিয়ে অর্থ গ্রহণ করলে তা কার্যালয়ের বাইরে ঘটে। এখন থেকে আমরা এসব অনিয়মের বিরুদ্ধে সজাগ থাকব।”
ইএইচ