Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫,

বোদায় ইউপি চেয়ারম্যান ও সদস্য আটক

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

মে ৮, ২০২৫, ০৮:০৪ পিএম


বোদায় ইউপি চেয়ারম্যান ও সদস্য আটক

পঞ্চগড়ের বোদা উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ঝলইশালশিরী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে ঝলইশালশিরী ইউনিয়ন এবং বোদা উপজেলা পরিষদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— ঝলইশালশিরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন এবং চন্দনবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য জাকারিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, বোদা থানা পুলিশের একটি দল বিকেল সাড়ে ৫টায় চেয়ারম্যান আবুল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। একই সময়ে বোদা উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে ইউপি সদস্য জাকারিয়াকে আটক করা হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, “অপারেশন ডেভিল হান্ট” অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!