কুড়িগ্রাম প্রতিনিধি
মে ৮, ২০২৫, ০৮:৪৩ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধি
মে ৮, ২০২৫, ০৮:৪৩ পিএম
কুড়িগ্রামের প্রথম আলো চর আলোর পাঠশালায় বৃক্ষরোপণ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করেছে ‘অরণ্যে’ নামের একটি পরিবেশবাদী সংগঠন।
বৃহস্পতিবার সকাল ১১টায় এই কর্মসূচির উদ্বোধন করেন পাঠশালার প্রতিষ্ঠাতা ও গণমাধ্যমকর্মী সফি খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরণ্যের উপদেষ্টা নুর আমিন, চর আলোর পাঠশালার প্রধান শিক্ষক আতাউর রহমান, সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদের, অরণ্যের জেলা কমিটির সহ-সভাপতি হাসান রানা, পাঠশালার অন্যান্য শিক্ষক এবং অরণ্যের কর্মীবৃন্দ।
উল্লেখযোগ্য যে, অরণ্যের এই উদ্যোগের মাধ্যমে পাঠশালার নতুন বিদ্যালয় মাঠের চারদিকে বিভিন্ন প্রজাতির মোট ৮৬টি গাছ রোপণ করা হয়। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫০টি চারা গাছ বিতরণ করা হয়।
এই কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যই ছিল বলে জানিয়েছেন আয়োজকরা।
ইএইচ