Amar Sangbad
ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫,

রাজবাড়ীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

মে ৯, ২০২৫, ০৬:৪৫ পিএম


রাজবাড়ীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— রাজবাড়ী শহরের ২ নম্বর বেড়াডাঙ্গা এলাকার আবুল হোসেনের ছেলে এবং আওয়ামী লীগের সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন; একই এলাকার খন্দকার আঃ ওহাবের ছেলে, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু হাসান (৩৮); পাংশা উপজেলার তত্তিপুর গ্রামের মৃত আব্দুল ওয়াদুদের ছেলে ও পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আমিরুল ইসলাম; এবং গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডলপাড়া এলাকার আমজাদ মন্ডলের ছেলে ও দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত কমিটি) যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম মন্ডল (২৭)।

শুক্রবার সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত গোয়ালন্দ, পাংশা এবং রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে তাদের গ্রেপ্তার করে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, "বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।"

ইএইচ

Link copied!