ববি প্রতিনিধি
মে ১২, ২০২৫, ০৩:৫৫ পিএম
ববি প্রতিনিধি
মে ১২, ২০২৫, ০৩:৫৫ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে আগামীকাল (মঙ্গলবার) থেকে দক্ষিণবঙ্গ ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অনুষ্ঠিত সংহতি সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশ শেষে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীরা মিলে একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে।
আন্দোলনকারীরা জানান, উপাচার্যের পদত্যাগ দাবিতে আজ আন্দোলনের ২৮তম দিন চলছে। বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনো কার্যকর সাড়া না পেয়ে তারা বাধ্য হয়ে কঠোর কর্মসূচির পথে হাঁটছেন।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীকাল (মঙ্গলবার) দুপুর ১টা ৫৯ মিনিটের মধ্যে যদি উপাচার্যকে অপসারণ করা না হয়, তবে তারা দক্ষিণবঙ্গ অচল করে দেবেন। এ সময়ের পরবর্তী সকল অবরোধ এবং দুর্ভোগের দায়ভার প্রশাসনকেই নিতে হবে।
আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভ বলেন, “আমরা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় বাধ্য হয়ে আমরা এই কর্মসূচিতে যাচ্ছি।”
শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, “আজ আমাদের আন্দোলনের ২৮তম দিন। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে, আমরা ব্লকেড কর্মসূচিতে যাচ্ছি।”
সমাজকর্ম বিভাগের প্রভাষক মুস্তাকিম বিল্লাহ বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি আমরা সম্পূর্ণ সংহতি প্রকাশ করছি।”
কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, “উপাচার্যের ফ্যাসিস্ট ও স্বৈরাচারী মনোভাবের কারণে এই বিশ্ববিদ্যালয়ের কেউই স্বস্তিতে নেই। তাকে বহাল রাখা হলে পুরো বিশ্ববিদ্যালয় ধ্বংসের দিকে যাবে। তাই বিশ্ববিদ্যালয় রক্ষার স্বার্থে আমরা শিক্ষকরাও এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করছি।”
উল্লেখ্য, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একাডেমিক ক্লাস বর্জন করেন। তবে পরীক্ষাসমূহ ও জরুরি সেবা কার্যক্রম চলমান ছিল।
ইএইচ