Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫,

নেত্রকোণায় মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে বিট পুলিশিং সভা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

মে ১৪, ২০২৫, ০৭:৩৯ পিএম


নেত্রকোণায় মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে বিট পুলিশিং সভা

নেত্রকোণায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে একটি সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে নেত্রকোণা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ১৩ নম্বর বিট পুলিশিং কার্যক্রমের আওতায় নেত্রকোণা মডেল থানা এ সভার আয়োজন করে।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার।

সভায় বক্তব্য রাখেন— জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নেত্রকোণা পৌরসভার মেয়র পদে ধানের শীষের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মামুন খান রনি, নেত্রকোণা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাহবুবুল গাফফার ঠাকুর তোলন, সাবেক এজিএস হাসনাত হাসান সৈকত, জেলা বিএনপির সদস্য কাওসার আহমেদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহনুর কবীর মুন্না, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু শ্যামল ভৌমিক, ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম খোকন, সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক শরিফুল আলম সবুজ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম উল্লাহ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহজাহান সওদাগর ও সাধারণ সম্পাদক আলমগীর আহমেদ এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হেলিম তালুকদারসহ কয়েকজন শিক্ষার্থী।

বক্তারা বলেন, নেত্রকোণা পৌরসভাকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত সুন্দর সমাজ হিসেবে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

ইএইচ

Link copied!