টাঙ্গাইল প্রতিনিধি
মে ১৪, ২০২৫, ০৮:১৩ পিএম
টাঙ্গাইল প্রতিনিধি
মে ১৪, ২০২৫, ০৮:১৩ পিএম
টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে আয়োজিত ট্রফি উন্মোচন অনুষ্ঠানে জেমসের কনসার্ট চলাকালে মোবাইল চুরির হিড়িক পড়ে। এ সময় গণমাধ্যমকর্মীরাও চুরি থেকে রেহাই পাননি।
মঙ্গলবার রাতে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। এছাড়া, কয়েকজন নারীকে শ্লীলতাহানির অভিযোগও পাওয়া গেছে।
মোবাইল চুরির ঘটনায় বুধবার (১৪ মে) সকাল পর্যন্ত অন্তত ৬০ জন দর্শনার্থী টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়। টুর্নামেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার রাতে শহীদ মারুফ স্টেডিয়ামে এর ট্রফি উন্মোচন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ বিএনপি ও আয়োজক কমিটির নেতাকর্মীরা।
জেমসের কনসার্ট ঘিরে মঙ্গলবার দুপুর থেকেই স্টেডিয়ামে মানুষের ঢল নামে। রাত ৯টার দিকে মঞ্চে ওঠেন নগর বাউল জেমস। একে একে জনপ্রিয় গান পরিবেশন করে তিনি দর্শকদের মাতিয়ে তোলেন। স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়, এমনকি বাইরে থেকেও বিপুল সংখ্যক মানুষ কনসার্ট উপভোগের চেষ্টা করেন।
কনসার্ট চলাকালে শতাধিক মোবাইল ফোন চুরি হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি, কয়েকজন নারী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এসব বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পোস্ট করছেন, যা নিয়ে জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
দর্শনার্থীরা অভিযোগ করেন, আয়োজক কমিটি সুষ্ঠু ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছে। বিশেষ করে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কারণে স্টেডিয়ামে প্রবেশে ভোগান্তিতে পড়তে হয় দর্শক-শ্রোতাদের। এতে আইনশৃঙ্খলা বাহিনীও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারেনি বলে অভিযোগ।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ জানান, কনসার্ট উপলক্ষে স্টেডিয়ামে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। তারপরও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। মোবাইল চুরির ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত ৬০ জন থানায় সাধারণ ডায়েরি করেছেন।
ইএইচ