Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫,

চিলমারীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

মে ১৫, ২০২৫, ০৬:০৭ পিএম


চিলমারীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

কুড়িগ্রামের চিলমারীতে ২০২৫ সালের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চিলমারী খাদ্য গুদামে ফিতা কেটে চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক।

জানা গেছে, চলতি মৌসুমে চিলমারীতে অভ্যন্তরীণ সংগ্রহের লক্ষ্যমাত্রা অনুযায়ী ৪৭৭ মেট্রিক টন ধান এবং ১,৪৪১ মেট্রিক টন চাল বরাদ্দ রয়েছে। সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকায় কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসু মিয়া, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাহেব আলী, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ হাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ইএইচ

Link copied!