Amar Sangbad
ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫,

টাঙ্গাইলে গর্ভবতী গরু জবাই করায় ৫০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

মে ১৬, ২০২৫, ০৫:০৯ পিএম


টাঙ্গাইলে গর্ভবতী গরু জবাই করায় ৫০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল সদর উপজেলার বটতলা বাজারে গর্ভবতী গরু জবাই করার দায়ে এক মাংস বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

শুক্রবার সকালে অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল প্রশাসনিক ব্যবস্থায় এই জরিমানা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার চিলাবাড়ি পাইকপাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. সুবেল মিয়া দীর্ঘদিন ধরে বটতলা বাজারে "সোহেল মাংসের দোকান" নামে একটি ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

ঘটনার দিন পৌরসভার কসাইখানা পরিদর্শক বাজারে সিল মারতে গিয়ে সন্দেহভাজন একটি গরু শনাক্ত করেন। বিষয়টি সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়কে জানানো হলে, ভেটেরিনারি সার্জন ডা. মো. শাহিন আলম গরুটি পরীক্ষা করে নিশ্চিত হন যে, সেটি দুই মাসের গর্ভবতী ছিল।

ডা. শাহিন আলম বলেন, "পরীক্ষায় দেখা যায় গরুটির গর্ভে প্রায় দুই মাস বয়সের ভ্রূণ ছিল। এটা স্পষ্টভাবে পশু কল্যাণ এবং জনস্বাস্থ্য আইন লঙ্ঘনের শামিল।"

এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, “সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মাংস বিক্রেতা সুবেল মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি নিজের দোষ স্বীকার করেন। এ কারণে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রায় ৭০ কেজি জব্দকৃত মাংস স্থানীয়দের উপস্থিতিতে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।”

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর সাহিদা আক্তার, ক্যাবের জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল, এএসআই মিলনসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা।

ইএইচ

Link copied!