Amar Sangbad
ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫,

ভেজাল শিশু খাদ্য কারখানায় যৌথ বাহিনীর অভিযান: ৫০ হাজার জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

মে ১৬, ২০২৫, ০৫:৪২ পিএম


ভেজাল শিশু খাদ্য কারখানায় যৌথ বাহিনীর অভিযান: ৫০ হাজার জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজার সংলগ্ন শেলাহাটি গ্রামে অবস্থিত একটি ভেজাল শিশু খাদ্য প্রস্তুতকারী কারখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। 

বৃহস্পতিবার রাতে বোয়ালমারী সেনা ক্যাম্প ও থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে কারখানার মালিক মো. আশরাফ মল্লিককে (২৭) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী।

জানা গেছে, আশরাফ মল্লিক শেলাহাটি গ্রামে ‘রিজিয়া আইসক্রিম ফ্যাক্টরি’র পাশাপাশি একটি অবৈধ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে নকল শিশু খাদ্য তৈরি করে আসছিলেন। এসব নকল পণ্য দীর্ঘদিন ধরে বাজারে পাইকারি বিক্রি হচ্ছিল। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্য জব্দ করে তা ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী জানান, আশরাফ মল্লিক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ১৩ ধারা লঙ্ঘন করেছেন। এ কারণে তাকে আইন অনুযায়ী জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!