সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
মে ১৬, ২০২৫, ০৭:৫৮ পিএম
কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উদ্যোগে জেলার শ্রমিক উইংকে নিয়ে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক শ্রমিক সদস্য অংশগ্রহণ করেন।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা জাতীয় নাগরিক পার্টির সংগঠক মো. মুকুল মিয়া।
এ সময় আরও বক্তব্য রাখেন—কুড়িগ্রাম জাতীয় নাগরিক পার্টির সংগঠক মাহমুদুল হাসান জুয়েল, মাওলানা দিনার মিনহাজ, মো. মাসুম মিয়া, মো. মোজাম্মেল হক বাবু, মো. হাফিজুর রহমান জুয়েল, মো. আসাদুজ্জামান আসাদসহ উপস্থিত শ্রমিক সদস্যবৃন্দ।
ইএইচ