ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

মানিকগঞ্জে ক্যান্সার রোগীদের জন্য স্থাপিত হচ্ছে ‘ক্যান্সার কেয়ার ভিলেজ’

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ প্রতিনিধি

মে ১৭, ২০২৫, ০৭:০৪ পিএম

মানিকগঞ্জে ক্যান্সার রোগীদের জন্য স্থাপিত হচ্ছে ‘ক্যান্সার কেয়ার ভিলেজ’

বাংলাদেশে প্রথমবারের মতো ক্যান্সার রোগীদের জন্য নির্মিত হতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ ‘ক্যান্সার কেয়ার ভিলেজ’। এ মহতী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট।

শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের কিটিংচর এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কেয়ার ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের প্রেসিডেন্ট আনিস এ খান।

বক্তব্য রাখেন ট্রাস্টের প্রধান উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল মোদাসসের হোসেন খান (অব.), বীর প্রতীক; নির্বাহী পরিচালক ও লেখক নাজমুস আহমেদ আলবাব; খাদিম সিরামিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ আরিফ তাবানি; বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক স্কোয়াড্রন লিডার নুরুল কবির; মেট্রোসেম সিমেন্টের চিফ বিজনেস অফিসার আসাদুল হক সুফিয়ানি; এবং বিএসআরএম-এর উপদেষ্টা রুহি মুর্শিদ আহমেদসহ অন্যান্য বিশিষ্টজনরা।

এই ‘ক্যান্সার কেয়ার ভিলেজ’-এ ক্যান্সার রোগীদের জন্য থাকবে চিকিৎসা, মানসিক সহায়তা ও সামাজিক পুনর্বাসনের সুযোগ। অসহায় ও দরিদ্র ক্যান্সার রোগীদের জন্য থাকবে বিশেষ সুবিধা, যাতে রোগী ও তার পরিবার একসঙ্গে থেকে সেবা গ্রহণ করতে পারে।

ভিলেজে থাকবে- মোসাব্বির আলোক নিবাস, আলোক কাঁথা ও আলোকন, স্ক্রিনিং ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, সেবিকা প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে রোগীদের সহায়তায় নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

পাঁচটি ধাপে ৩৭ মাসে প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রত্যেক বছর প্রায় ৫,০০০ রোগী এখানে সেবা পাবেন।

এটি একটি পরিবেশবান্ধব প্রকল্প, যেখানে থাকবে সৌরবিদ্যুৎ ব্যবস্থা এবং অর্গানিক কৃষিচাষ। ফলে রোগীরা শান্তিপূর্ণ ও সবুজ পরিবেশে থেকে সুস্থতার জন্য সময় কাটাতে পারবেন।

ট্রাস্টের প্রেসিডেন্ট আনিস এ খান বলেন, “এই ভিলেজ ক্যান্সারের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা চাই, ক্যান্সার রোগীরা সম্মানজনকভাবে চিকিৎসা গ্রহণ করে সুস্থ জীবন যাপন করতে পারে।”

লেফটেন্যান্ট কর্নেল মোদাসসের হোসেন খান (অবঃ), বীর প্রতীক বলেন, “এই ভিলেজ শুধু একটি ভবন নয়, এটি জাতির পক্ষ থেকে ক্যান্সার আক্রান্তদের জন্য এক মানবিক প্রতিশ্রুতি। এটি একটি সহানুভূতিশীল, সাহসী ও ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি।”

ইএইচ

Link copied!