আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
মে ১৭, ২০২৫, ১০:৫৯ পিএম
আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
মে ১৭, ২০২৫, ১০:৫৯ পিএম
ময়মনসিংহের তারাকান্দায় বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে ও বিকালে উপজেলার দুটি পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার রামপুর ইউনিয়নের সিংহেরকান্দা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মজিবুর রহমান (৫৫) এবং বানিহালা ইউনিয়নের লাউটিয়া টানপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে মো. তারা মিয়া। মজিবুর রহমান কৃষিকাজ এবং তারা মিয়া দিনমজুরি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল ৪টার দিকে মজিবুর রহমান বাড়ির পাশের মাঠে ধান আনতে যান। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
অন্যদিকে, সকাল সাড়ে ১০টার দিকে তারা মিয়া বাতিয়া গ্রামের একটি পুকুরে কয়েকজন শ্রমিকের সঙ্গে মাটি কাটার কাজ করছিলেন। পাশেই একটি বৈদ্যুতিক মোটরের মাধ্যমে জমিতে সেচ দেয়া হচ্ছিল। নাশতা খাওয়ার আগে মোটরের পানি দিয়ে হাত ধোয়ার সময় আগে থেকেই বিদ্যুতায়িত পানিতে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. টিপু সুলতান পৃথক এ দুটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইএইচ