সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
মে ১৮, ২০২৫, ০৭:২৪ পিএম
সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
মে ১৮, ২০২৫, ০৭:২৪ পিএম
কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
সভায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ এবং বজ্রপাত থেকে সুরক্ষায় করণীয় বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়া উপজেলা পর্যায়ে অসমাপ্ত সরকারি উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক। তিনি বলেন, সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা তথ্য কর্মকর্তা শাহজাহান আলী, সাংবাদিক সাঈয়েদ আহমেদ বাবু প্রমুখ।
সভা শেষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে চেক বিতরণ করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
ইএইচ