ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

নাগরপুর উপজেলা পরিষদ চত্বর ধূমপান মুক্ত এলাকা ঘোষণা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ২০, ২০২৫, ০৬:৩২ পিএম

নাগরপুর উপজেলা পরিষদ চত্বর ধূমপান মুক্ত এলাকা ঘোষণা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদ চত্বরকে সম্পূর্ণ ধূমপান মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে এলাকাবাসী ও অফিসগামী মানুষদের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে।

ধূমপানমুক্ত পরিবেশ গড়ার অংশ হিসেবে পরিষদ চত্বর ও এর আশপাশের বিভিন্ন অফিস কার্যালয়ের সামনে ব্যানার ও ফেস্টুন টানিয়ে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। “ধূমপান নয়, সুস্থ থাকুন” ও “ধূমপানমুক্ত এলাকা – দয়া করে ধূমপান থেকে বিরত থাকুন”— এমন বার্তা লেখা রয়েছে এসব ব্যানারে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক বলেন, “ধূমপান একটি নিরব ঘাতক। পরিষদ চত্বরে ধূমপান নিষিদ্ধ করার মাধ্যমে আমরা একটি সচেতন বার্তা দিতে চেয়েছি— জনসমক্ষে ধূমপান কখনোই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।”

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান বলেন, “উপজেলা পরিষদ একটি জনসমাগমপূর্ণ স্থান। এখানে প্রতিদিন নানা শ্রেণি-পেশার মানুষ আসেন। ধূমপানের কারণে শুধু ধূমপায়ীরাই নয়, আশপাশের মানুষও ক্ষতিগ্রস্ত হন। তাই জনস্বার্থে পরিষদ চত্বরকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা শুধু নিষেধ করেই থেমে থাকবো না, প্রয়োজনে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। সেই সঙ্গে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ২০০৫ সালের “তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন”-এ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও জনসমাগমপূর্ণ স্থানে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। এই আইন অনুযায়ী জনসমক্ষে ধূমপান করলে আইনগত ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে, যা জনস্বাস্থ্যের সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আরএস

Link copied!