বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
মে ২০, ২০২৫, ০৭:৪৫ পিএম
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
মে ২০, ২০২৫, ০৭:৪৫ পিএম
বরিশালের বাকেরগঞ্জে আদালতে বিচারাধীন একটি মামলা তুলে না নেওয়ায় দুই শিশু শিক্ষার্থীকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের পিতা সোহেল সরদার বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
মঙ্গলবার (২০মে) সকাল সাড়ে ৮টার সময় উপজেলার কবাই ইউনিয়নের খোদাবক্সকাঠী গ্রামের সেলিম সরদারের বসতবাড়ির সামনের রাস্তার উপর এ ঘটনা ঘটে।
আহত ভুক্তভোগী সোহা আক্তার (১৩) অষ্টম শ্রেণীতে ও মোঃ সান সরদার (১২) পঞ্চম শ্রেণীর পড়ালেখা করে। তাদের বাড়ি উপজেলার কবাই ইউনিয়নের খোদাবক্সকাঠী গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, আহত দুই শিশু শিক্ষার্থীর পিতা সোহেল সরদার গত বছর খোদাবক্সকাঠী গ্রামের শাহজাহান সরদার ও রিপন হাওলাদারসহ ৫ জনের নামে একটি জিআর মামলা দায়ের করেন। মামলাটি বরিশালের বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। মামলা দায়ের করার পর থেকে আসামিরা মামলা তুলে নিতে বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করে।
দুই শিশু শিক্ষার্থী সোহা আক্তার ও সান সরদার মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার সময় নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে সাদ্দাম হোসেন, রিপন হাওলাদার ও শাহজাহান সরদার ৪-৫ জন তাদের উপর হামলা ও মারধর করে। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, দুই শিশু শিক্ষার্থীকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএস