Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫,

নজরুল ইসলাম খান

আদালতের রায় উপেক্ষা করে দক্ষিণের মেয়রের দায়িত্ব দেয়া হচ্ছে না

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

মে ২১, ২০২৫, ০৬:২৭ পিএম


আদালতের রায় উপেক্ষা করে দক্ষিণের মেয়রের দায়িত্ব দেয়া হচ্ছে না

বর্তমান সরকারকে বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে প্রশ্নবিদ্ধ ঘোষণা না করলেও, জনগণের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল অডিটোরিয়ামে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম বলেন, “জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটলেও এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। ইউনিয়ন, পৌরসভা, উপজেলা বা সিটি নির্বাচন ক্ষমতা পরিবর্তনের পথ নয়; এটি সম্ভব শুধু জাতীয় নির্বাচনের মাধ্যমেই।”

তিনি বলেন, “যে নির্বাচন কমিশনকে সরকারই নিয়োগ দিয়েছে, তারাই এখন হুমকির মুখে। এমনকি নির্বাচনী ট্রাইব্যুনালের রায় হওয়ার পরও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়রকে দায়িত্ব দেওয়া হয়নি। এটি গণতান্ত্রিক রীতি-নীতির লঙ্ঘন।”

নেতাকর্মীদের উদ্দেশে নজরুল ইসলাম সতর্ক করে বলেন, “দলের বদনাম হয়—এমন কাউকে সদস্য করা যাবে না। ফ্যাসিবাদের দোসরদের ঠেকাতে হবে। আর যারা দুঃসময়ে দল ছেড়েছেন, তাদের নতুন নিয়মে বিচার-বিবেচনায় সদস্যপদ নিতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ এম. রাশিদুজ্জামান। সঞ্চালনায় ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

প্রধান অতিথি হিসেবে উদ্বোধন শেষে নজরুল ইসলাম কর্মীদের হাতে সদস্য সংগ্রহ ও নবায়নের ফরম তুলে দেন। এ সময় মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!