ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

ফণী প্রতিদিন খায় ৭০ কেজি খাবার

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

মে ২১, ২০২৫, ০৬:৪২ পিএম

ফণী প্রতিদিন খায় ৭০ কেজি খাবার

কাঁচা ঘাস বাদ দিয়ে গড়ে প্রতিদিন প্রায় ৭০ কেজি খাবার খায়, ওজন প্রায় ৩০ মণ বিশালাকৃতির এক গরু। 

বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের আব্দুস সালাম ও তার ছেলে শাকিল সুমন আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে গরুটি বিক্রির জন্য প্রস্তুত করছেন।

গরুটি তিন বছরে লম্বায় প্রায় ১২ ফুট এবং উচ্চতায় ছয় ফুটের মতো বিশাল আকৃতির হয়েছে। ২০১৯ সালের সুপার সাইক্লোন ‘ফণী’ থেকে অনুপ্রাণিত হয়ে এর নাম রাখা হয়েছে ‘ফণী টু’।

বুধবার দুপুরে গরুর মালিক আব্দুস সালাম বলেন, “গরুটি আমাদের পালিত একটি গাভির বাচ্চা, যাকে তিন বছর ধরে আমরা যত্নসহকারে লালন পালন করছি। এবারের কোরবানির ঈদে বিক্রি করার চিন্তাভাবনা করছি।”

তিনি আরও জানান, “আমরা পল্লী এলাকার মানুষ, এখানে এত বড় গরুর জন্য ক্রেতা তেমন থাকে না। তবে ভালো দর পেলে খামারিদের তুলনায় কম মূল্যে বিক্রি করবো। কেউ যদি প্রমাণ করতে পারেন যে আমরা গরুটিকে ফিড খাইয়ে বা ফরমালিন যুক্ত খাবার খাইয়ে বড় করেছি, তাহলে তাকে সম্পূর্ণ ফ্রিতে গরুটি দিয়ে দেবো।”

আব্দুস সালাম বলেন, গরুটিকে গমের ভুসি, ভূট্টার গুড়ি, ডাবলির ভুসি, সয়াবিনের ভুসি, ছোলা বুট ও ভাঙা ভূট্টা খাওয়ানো হয়েছে।

তার ছেলে শাকিল সুমন বলেন, “গরুটিকে খুদ, খৈল, কলা ও ঘাসও খাওয়ানো হয়। স্বাভাবিক সময়ে এটি প্রতিদিন গড়ে প্রায় ৭০ কেজি খাবার খায়, তবে গরমের কারণে বর্তমানে কিছুটা কম খাবার খাইয়ে থাকি।”

তিনি আরও জানান, “গরুটিকে খুব যত্ন নিয়ে লালনপালন করা হয়েছে। সবসময় ফ্যানের নিচে রাখা হয়, রাতে মশারি দিয়ে ঢেকে রাখা হয় এবং প্রতিদিন দুই বেলা গোসল করানো হয়।”

প্রায় ৩০ মণ ওজনের এই গরুটির দাম ধার্য করা হয়েছে ১৫ লাখ টাকা, তবে দর নিয়ে আলোচনা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

ইএইচ

Link copied!