Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫,

লোহাগড়ায় গ্রাম আদালতের প্রশিক্ষণের উদ্বোধন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

মে ২১, ২০২৫, ০৬:৪৮ পিএম


লোহাগড়ায় গ্রাম আদালতের প্রশিক্ষণের উদ্বোধন

"অল্প সময় ও স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়া উপজেলায় ১২ দিনব্যাপী গ্রাম আদালতের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ হলরুমে লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রশিক্ষণ শুরু হয়। লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র প্রশিক্ষণের উদ্বোধন করেন। 

উদ্বোধন শেষে উপজেলা কোঅর্ডিনেটর রেজমিন সুলতানা প্রশিক্ষণের কার্যক্রম শুরু করেন।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শামীম রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা খাতুন প্রমুখ।

প্রশিক্ষণে উপজেলার সকল ইউনিয়নের ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গ্রাম আদালতে কী ধরনের বিচার করা যাবে এবং গ্রাম আদালতে আবেদন পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণার্থীরা জানান, গ্রাম আদালতে চেয়ারম্যান না থাকার কারণে বর্তমানে গ্রাম আদালত কার্যক্রম অনেকটাই স্তব্ধ হয়ে পড়েছে। এ বিষয়ে প্রশিক্ষণ কোঅর্ডিনেটর বিচার কার্যক্রম কিভাবে পরিচালনা করতে হবে তা নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

ইএইচ

Link copied!