রাজবাড়ী প্রতিনিধি
মে ২১, ২০২৫, ০৮:০০ পিএম
রাজবাড়ী প্রতিনিধি
মে ২১, ২০২৫, ০৮:০০ পিএম
রাজবাড়ীর পাংশা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জুয়েলার্স ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার দুপুর ও বিকেলে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের নওপাড়া পাগলার মোড় এবং হাবাসপুর এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর গ্রামের হাবু শেখের ছেলে কুরবান শেখ (৬০) এবং একই উপজেলার কমলাপুর গ্রামের ফনি ভূষণ রায়ের ছেলে অশোক কুমার রায় (৭০)। তারা যথাক্রমে ‘মাতৃ জুয়েলার্স’ ও ‘কৃষ্ণা জুয়েলার্স’-এর মালিক ছিলেন। অপর নিহত ব্যক্তি পাংশা উপজেলার হাবাসপুর মাঠপাড়া গ্রামের মৃত বাবর আলী প্রামানিকের ছেলে লোকমান হোসেন (৪৮)।
স্থানীয়রা জানান, কুরবান শেখ ও অশোক কুমার রায় পাংশার ‘সিকদার জুয়েলার্স’-এ হালখাতা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে নওপাড়া পাগলার মোড় এলাকায় একটি দ্রুতগতির বালুবাহী ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
অপরদিকে, হাবাসপুর বাজারের পূর্ব পাশে তোরাপের দোকানের সামনে রাস্তা পার হওয়ার সময় লোকমান হোসেন একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, “দ্রুতগতির ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।”
পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দিন বলেন, “লোকমান হোসেন মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। ঘটনার পর মোটরসাইকেলটি পালিয়ে গেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
ইএইচ