উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
মে ২১, ২০২৫, ০৮:৪৬ পিএম
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
মে ২১, ২০২৫, ০৮:৪৬ পিএম
কুড়িগ্রামের উলিপুরে সদ্য ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির ঘোষণা উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী ও সদস্য সচিব হায়দার আলী মিয়ার নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় মঞ্চে গিয়ে সমবেত হয়।
র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে বিজয় মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল।
সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব হায়দার আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলায়মান আলী সরকার, উপজেলা মহিলা দলের সভানেত্রী রিনা বেগম, যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুর রহমান বিপুল প্রমুখ।
বক্তারা উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জেলা আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদসহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তারা দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে উলিপুরকে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।
উল্লেখ্য, দীর্ঘ চার মাস পর গত ১৪ মে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত পত্রে তারিক আবুল আলা চৌধুরীকে আহ্বায়ক ও হায়দার আলী মিয়াকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি এবং নুর মোহাম্মদকে আহ্বায়ক ও সোলায়মান আলী সরকারকে সদস্য সচিব করে ২৫ সদস্যবিশিষ্ট পৌর কমিটি ঘোষণা করা হয়।
ইএইচ