কাজী টুটুল, রাজবাড়ী
মে ২৩, ২০২৫, ০৫:৪৯ পিএম
কাজী টুটুল, রাজবাড়ী
মে ২৩, ২০২৫, ০৫:৪৯ পিএম
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর বাসায় তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসার নিচতলার চারটি কক্ষ তছনছ করে চোরের দল মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার সময় অ্যাডভোকেট লিয়াকত আলী তার স্ত্রীকে চিকিৎসার জন্য নিয়ে ঢাকায় অবস্থান করছিলেন। তার স্ত্রী কিডনি রোগে আক্রান্ত হয়ে বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার তারা ঢাকায় যান। তাদের দুই সন্তানও ঢাকায় অবস্থান করায় বাড়িটি পুরোপুরি ফাঁকা ছিল।
শুক্রবার সকাল ৯টার দিকে বাসার দোতলায় নির্মাণকাজ করতে আসা শ্রমিকরা ভাঙা তালা ও খোলা দরজা দেখতে পান। ঘরের বিছানা ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখে তারা স্থানীয় বাসিন্দা শাকিলকে খবর দেন। পরে শাকিল অ্যাডভোকেট লিয়াকত আলীকে ফোনে বিষয়টি জানান।
চুরির ঘটনায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে অ্যাডভোকেট লিয়াকত আলী লেখেন— “দুর্ভাগ্য যখন হাতছানি দেয়! আমি ঢাকার একটি হাসপাতালে আছি। এরই মধ্যে গত রাতে আমার বাসার তালা ভেঙে সবকিছুই চুরি হয়ে গেছে। একেবারে লুটপাট হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে গেছে।”
মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি ঢাকায় স্ত্রীর সঙ্গে হাসপাতালে আছি। সকালে জানতে পারি বাসায় চুরি হয়েছে। এখনও নিশ্চিত করে বলতে পারছি না কী কী জিনিস চুরি হয়েছে, তবে অনেক মূল্যবান সামগ্রী ছিল। রাজবাড়ীতে ফিরে বিস্তারিত বুঝতে পারব।”
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ইএইচ