Amar Sangbad
ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫,

মেহেন্দিগঞ্জে মহিষের কিল্লায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, আহত ৩

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

মে ২৩, ২০২৫, ০৮:৪১ পিএম


মেহেন্দিগঞ্জে মহিষের কিল্লায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, আহত ৩

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের খায়ের চরে হারুন তালুকদারের মহিষের কিল্লায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে কিল্লার গোয়ালঘরে আগুন লাগিয়ে দেয় একদল দুর্বৃত্ত। এতে গোয়ালে থাকা মহিষগুলো আতঙ্কে দিকবিদিক ছুটোছুটি করতে থাকে। এখনও কিছু মহিষের খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন রাখালরা। 

এতে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিক হারুন তালুকদার।

অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে গিয়ে আহত হয়েছেন ৪ জনের মধ্যে ৩ জন। তারা বর্তমানে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহতরা হলেন—রিয়াজ রাঢ়ী (৫০), রাসেল দেওয়ান (৩৫) ও আলী আকবর (৪০)।

প্রত্যক্ষদর্শী হারুন তালুকদার জানান, তারা দীর্ঘ ১০ বছর ধরে খায়ের চরে মহিষ পালন করে আসছেন। বর্তমানে তাদের গোয়ালে প্রায় ১০০-১৫০টি মহিষ রয়েছে। ঘটনার রাতে ২০-২৫ জন দুর্বৃত্ত দুটি ট্রলারযোগে এসে গোয়ালঘরে আগুন লাগিয়ে দেয়। এ সময় চারজন রাখাল ঘুমন্ত অবস্থায় ছিলেন। তারা দৌড়ে খাল সাঁতরে পাশের পাতাবনে আশ্রয় নেন। পালানোর সময় একজন রাখাল দুর্বৃত্তদের মধ্যে হারুন ভূইয়াকে চিনে ফেলেন বলে দাবি করেন।

রাখাল ফিরোজ জানান, আগুন লাগানোর সময় তিনি শাহীন নামের একজনের কণ্ঠস্বর চিনতে পারেন। পরে মোবাইল ফোনে তিনি রিয়াজ রাঢ়ীকে বিষয়টি জানান। রিয়াজের নেতৃত্বে চারজন ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তদের হামলায় আহত হন তারা।

আহতদের দাবি, হামলার জন্য দায়ী শাহীন হাজী, মকবুল, সাজাহান বেপারি ও হারুন ভূইয়া। তারা বলেন, ঘটনার আগে তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না। এই বর্বর হামলা ও অগ্নিকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এদিকে অভিযুক্ত শাহীন হাজী বলেন, “ঘটনার সময় আমরা বরিশালে ছিলাম। খায়ের চরে অভিযোগকারীদের কোনো স্বত্ব নেই।”

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, “উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার অভিযোগ পেয়েছি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, সম্প্রতি খায়ের চর এলাকায় দখল নিয়ে বিরোধ, মাছের ঘেরের বাঁধ কাটা, মহিষ চুরি, রাখালদের ওপর হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে। এতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ইএইচ

Link copied!