Amar Sangbad
ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫,

মহেশপুরে ভয়াবহ আগুন, নিঃস্ব ফুলমতি খাতুন

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

মে ২৪, ২০২৫, ১১:৫৪ এএম


মহেশপুরে ভয়াবহ আগুন, নিঃস্ব ফুলমতি খাতুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাথরা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবার সর্বস্ব হারিয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা পাড়ায় ঘটে যাওয়া এ ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে বিধবা ফুলমতি খাতুনের একমাত্র বসতঘর।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘরের মালিক ফুলমতি খাতুনের স্বামী সুরুজ মিয়া বহু আগেই মারা গেছেন। ঘটনার সময় পরিবারের কেউ বাড়িতে ছিলেন না, সবাই ঢাকায় অবস্থান করছিলেন। ফলে ভাগ্যক্রমে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুনে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয় টিনশেড ঘরটি। ঘরের আসবাবপত্র, পোশাক, প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছুই পুড়ে গেছে।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

মহেশপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইব্রাহিম হোসেন বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি।’

স্থানীয়রা জানান, ফুলমতি খাতুন দীর্ঘদিন ধরে একা এই বাড়িতে বসবাস করছিলেন। এখন তিনি নিঃস্ব। এলাকাবাসীর দাবি, তার পূনর্বাসনে প্রশাসন ও সমাজের হৃদয়বান মানুষের এগিয়ে আসা উচিত।

বিআরইউ

Link copied!