Amar Sangbad
ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫,

পুরুষশূন্য ডহর মশিয়াহাটী

কৃষক নেতা হত্যার জেরে অগ্নিসংযোগ-ভাঙচুর, ‘আতঙ্কে’ নারী-শিশুরা

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

মে ২৪, ২০২৫, ০১:০৩ পিএম


কৃষক নেতা হত্যার জেরে অগ্নিসংযোগ-ভাঙচুর, ‘আতঙ্কে’ নারী-শিশুরা

যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটী গ্রাম এখন পুরুষশূন্য। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় কৃষক দল নেতা তরিকুল ইসলাম (৫০)কে গুলি করে ও কুপিয়ে হত্যা করার পর রাতভর গ্রামে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। দেড় শতাধিক সন্ত্রাসী অন্তত ২০টি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। পরিবারের অভিযোগ, মাছ চাষের ঘের ইজারা নিয়ে বিরোধের জেরে পরিকল্পিত হত্যাকাণ্ড।

তরিকুল ইসলাম নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি ছিলেন। তিনি ধোপাদী গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে। হত্যার পর পুলিশ তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলেও আগেই প্রাণ হারিয়েছিলেন। তার শরীরে গুলির তিন চিহ্ন ও ধারালো অস্ত্রের আঘাতের ঘা রয়েছে।

গ্রামে নিহতের প্রতিবাদে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর পুরুষ সদস্যরা পালিয়ে গেছেন। বাড়িগুলো পুড়ে কঙ্কাল, ভেতরে পোড়া আসবাবপত্র ও ব্যক্তিগত মালামাল ছড়িয়ে রয়েছে। নারী ও শিশুরা আতঙ্কিত ও অসহায়।

স্থানীয়রা বলেন, মাছ চাষের ঘের ইজারা নিয়ে তরিকুলের সঙ্গে অন্য পক্ষের বিরোধ ছিল। রাতে একটি ধর্মীয় অনুষ্ঠানে প্রায় ৬০০ জন উপস্থিত ছিলেন; হত্যার খবর পেয়ে কিছুক্ষণ পর সন্ত্রাসীরা হামলা চালায়। পুলিশ ও সেনা মোতায়েনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ হত্যাকাণ্ড ও ভাঙচুরের তীব্র নিন্দা জানান এবং দোষীদের শাস্তি ও ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ দাবি করেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বলেন, ‘মাছের ঘের ইজারা নিয়ে বিরোধ থেকে হত্যাকাণ্ড ঘটেছে। এখনো মামলা হয়নি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

বিআরইউ
 

Link copied!