দিরাই প্রতিনিধি
মে ২৫, ২০২৫, ০৮:৩৬ পিএম
দিরাই প্রতিনিধি
মে ২৫, ২০২৫, ০৮:৩৬ পিএম
সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত জাতীয় কর্মশালায় সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে স্বীকৃতি পেয়েছেন দিরাই উপজেলার মো. খোরশেদ আলম।
শনিবার দুপুরে সিলেট বিভাগীয় পর্যায়ের এ কর্মশালায় বিভাগের চার জেলার শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
মাঠপর্যায়ে আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগ ও কৃষকদের মধ্যে তা সম্প্রসারণে বিশেষ অবদান রাখায় এ সম্মাননায় ভূষিত হন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল ইসলাম, অতিরিক্ত পরিচালক ড. কাজী মজিবুর রহমান, উপপরিচালক মোফাকখারুল ইসলাম এবং প্রকল্প পরিচালক মো. রাকিব উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, মো. খোরশেদ আলম দীর্ঘদিন ধরে দিরাই উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, নতুন জাতের বীজ এবং ফলন বৃদ্ধিমূলক কার্যক্রমে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
ইএইচ