মাগুরা প্রতিনিধি:
মে ২৭, ২০২৫, ০৪:০২ পিএম
মাগুরা জেলা কারাগারে আজ এক ব্যতিক্রমধর্মী ও মানবিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে—মৌসুমি ফল উৎসব। কারা কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত এ উৎসবে ৪৩৫ জন কারাবন্দীর মাঝে লিচু, আম ও কাঁঠাল বিতরণ করা হয়।
কারাগারের সুপারিনটেনডেন্ট শেখ মো. মহিউদ্দিন হায়দার বলেন, ‘কারাবন্দীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে। মৌসুমি ফল পেয়ে তারা আনন্দিত হয়েছে, যা কারাগারের ভেতরে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।’
ফল বিতরণ অনুষ্ঠানে কারা কর্মকর্তা-কর্মচারীসহ জেলার প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা জানান, এই ধরনের উদ্যোগ বন্দীদের মধ্যে ইতিবাচক মনোভাব গঠনে সহায়ক এবং পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করে।
অনুষ্ঠানে বন্দীরা তাদের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ সময়ের পর এ রকম আয়োজন তাদের মধ্যে ভিন্নধর্মী অনুভূতি ও উৎসাহ সৃষ্টি করেছে।
মাগুরা জেলা কারাগার ইতিমধ্যেই নানা সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে বন্দীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই মৌসুমি ফল উৎসব তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।