Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫,

ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার মধ্যদিয়ে শেষ হল ভূমি মেলা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

মে ২৭, ২০২৫, ০৮:৩৬ পিএম


ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার মধ্যদিয়ে শেষ হল ভূমি মেলা

টাঙ্গাইলের মির্জাপুরে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো ৩ দিন ব্যাপী ভূমি মেলা। মঙ্গলবার (২৭ মে) বিকেলে উপজেলা ভূমি অফিস চত্বরে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২৫ মে স্থানটিকে ৩ দিন ব্যাপী ভূমি মেলা শুরু হয়েছিল।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাধারণ মানুষ, সেবা প্রত্যাশী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভূমি সম্পর্কে ধারণা বৃদ্ধির জন্য শিক্ষার্থীদের নিয়ে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ শেষে সর্বোচ্চ নম্বর অর্জনকারী ৩জনকে পুরস্কৃতও করা হয়। এছাড়া বেশকয়েকজন সেবা প্রত্যাশীদের হাতে তাদের নামজারি, মিস কেসের রায়সহ অন্যান্য আবেদিত সেবা তুলে দেওয়া হয়।

উপজেলা সার্ভেয়ার মো. আওয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।

এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইয়াহইয়া খান মারুফ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসীন, সহ-সভাপতি আলী আজম সিদ্দিকী, ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএ মতিন, গোড়াই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান, মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরএস

 

Link copied!