জাহিদুল ইসলাম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
মে ২৯, ২০২৫, ০৫:০৭ পিএম
বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পদ্মা নদীতে পানি ও স্রোতের প্রবাহ বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। তবে ওই সময় পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক ছিল।
পরে আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি হলে বিকেল সাড়ে ৩টা থেকে ফেরি চলাচলও বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
জানা গেছে, সকাল থেকেই রাজবাড়ীসহ বিভিন্ন জেলায় দমকা হাওয়া ও হালকা ঝড়ো বাতাস শুরু হয়। এর সঙ্গে ছিল বৃষ্টি। এতে পদ্মা নদীর পানি ও ঢেউ প্রবল আকার ধারণ করে। নদী উত্তাল হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে প্রথমে লঞ্চ এবং পরে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার শিমুল বলেন, “ভোর থেকেই নদীতে বাতাস ও ঢেউ বাড়তে থাকে। সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামীকাল সকাল থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।”
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “নদীতে বাতাস থাকলেও ফেরি চলাচল সকাল পর্যন্ত স্বাভাবিক ছিল। তবে বিকেল নাগাদ পরিস্থিতি খারাপ হলে বিকেল সাড়ে ৩টা থেকে ফেরি চলাচলও বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু হবে।”
বৈরী আবহাওয়ার কারণে এই রুটে যাত্রী ও যানবাহন পারাপারে বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতির উন্নতির জন্য বিআইডব্লিউটিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বক্ষণিক নজর রাখছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ইএইচ