ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

মোবাইলের লোভে কিশোর হত্যা, পাঁচদিন পর লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

মে ৩০, ২০২৫, ০৩:৩৫ পিএম

মোবাইলের লোভে কিশোর হত্যা, পাঁচদিন পর লাশ উদ্ধার

ফরিদপুরে নিখোঁজের পাঁচ দিন পর মো. নিরব শেখ (১৭) নামে এক কিশোরের গলিত লাষ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের বায়তুল আমান এলাকার আকাব্বর মোল্লা ডাঙ্গী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নিরব শেখ ওই এলাকার রেজাউল শেখের ছেলে। পেশায় তিনি একজন ইলেকট্রনিক মিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নদীর পাশের একটি ডোবার কিনারায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তদন্তে নেমে ঘটনার রহস্য উদঘাটন করে।

নিহতের বাবা রেজাউল শেখ জানান, গত ২৫ মে থেকে নিরব নিখোঁজ ছিল। এ ঘটনায় ২৭ মে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তিনি আরও জানান, কিছুদিন আগে নিরব ১৪ হাজার টাকা দিয়ে একটি মোবাইল ফোন কিনেছিল। সেই মোবাইলের লোভেই তাকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
ঘটনার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মুকুল মল্লিক (২৫) ও অভি (২০) নামে দুই যুবককে আটক করা হয়েছে। ঘটনার দিন মুকুলের রিকশায় করেই নিরবকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়—এমন তথ্যও পাওয়া গেছে। তিনি বলেন, “আমরা আশা করছি, ৭২ ঘণ্টার মধ্যেই নিরবের মোবাইল ফোন উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করতে পারব।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, নিরবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!