ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

ঈদকে ঘিরে ময়মনসিংহে সড়ক সংস্কারে গতি, স্বস্তিতে যাত্রীরা

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

জুন ৩, ২০২৫, ০১:৫৮ পিএম

ঈদকে ঘিরে ময়মনসিংহে সড়ক সংস্কারে গতি, স্বস্তিতে যাত্রীরা

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ময়মনসিংহ অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জোরালোভাবে সংস্কার কাজ চালাচ্ছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। 

বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়কগুলোর জরুরি মেরামতের কাজ চলছে পুরোদমে, যাতে ঈদের ভ্রমণ নির্বিঘ্ন ও নিরাপদ হয়।

সওজের তত্ত্বাবধানে সংস্কারকাজ চলছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার জয়না বাজার পর্যন্ত অংশ, কেওয়াটখালী বাইপাস, ময়মনসিংহ-গফরগাঁও-টোক সড়ক, ভরাডোবা-সাগরদিঘী-ঘাটাইল সড়ক এবং বগারবাজার-আছিম-শান্তিভাঙ্গা-ফুলবাড়িয়া সড়কে। এসব সড়কে প্যাচিং ও কার্পেটিংয়ের কাজ চলছে দ্রুত গতিতে।

সওজ ময়মনসিংহ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবিএম আবুল বাশার আমার সংবাদকে বলেন, “বর্ষার কারণে যেসব সড়কে গর্ত ও ক্ষয় সৃষ্টি হয়েছে, সেখানে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করেছি। ঈদের আগে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “অস্থায়ী মেরামতের পাশাপাশি স্থায়ী সমাধানের দিকেও গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতে পূর্ণাঙ্গ সংস্কার প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে।”

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। 

ফুলবাড়িয়ার বাসিন্দা মো. জসিম উদ্দিন বলেন, “প্রতিবছর ঈদের সময় রাস্তার করুণ অবস্থার কারণে যাতায়াত দুর্বিষহ হয়ে উঠত। এবার আগেভাগেই সংস্কার শুরু হওয়ায় স্বস্তিতে বাড়ি ফিরতে পারব বলে আশা করছি।”

ময়মনসিংহের পরিবহন চালকরা জানান, সড়কের গর্ত ও খানাখন্দ কমে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও অনেকটা হ্রাস পেয়েছে।

সবমিলিয়ে, সড়ক বিভাগের এই উদ্যোগে এবারের ঈদের ভ্রমণ অনেকটাই নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলে প্রত্যাশা যাত্রীদের।

ইএইচ

Link copied!