ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫
Amar Sangbad

বড়লেখায় বিএনপির কাউন্সিল: সভাপতি স্বপন, সম্পাদক শাহজাহান

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

জুন ১২, ২০২৫, ১২:১৭ এএম

বড়লেখায় বিএনপির কাউন্সিল: সভাপতি স্বপন, সম্পাদক শাহজাহান

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলের মাধ্যমে ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে সহ-সভাপতি পদে আব্দুর রউফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বুধবার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৪৫৯ জন কাউন্সিলরের মধ্যে ৪৫৪ জন গোপন ভোটে অংশগ্রহণ করেন। 

সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে একটানা ভোটগ্রহণ চলে। রাত ৮টার পর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফলে দেখা যায়— সভাপতি পদে সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস স্বপন ২৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাবেক সাধারণ সম্পাদক আনিস আহমদ পেয়েছেন ২০৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে শাহাজাহান উদ্দিন ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আবদুল মন্নান মেম্বার পেয়েছেন ১৫৩ ভোট। 

সহ-সাধারণ সম্পাদক পদে মাতাব উদ্দিন ২৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শাহিন উদ্দিন পেয়েছেন ১০৭ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে আবদুল মন্নান রানা ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্য দুই প্রতিদ্বন্দ্বী আবদুল মতিন পেয়েছেন ১৪০ ভোট এবং মো. জাকির হোসেন পেয়েছেন ৮২ ভোট।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ কাউন্সিলে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ইএইচ

Link copied!