ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

নরসিংদীতে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী প্রতিনিধি

জুন ১২, ২০২৫, ০৭:৫৫ পিএম

নরসিংদীতে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত

নরসিংদীর বেলাব উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে সাইফুল মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বেলাব ইউনিয়নের মাটিয়ালপাড়া ও চর বেলাব গ্রামের মধ্যবর্তী একটি সেতু এলাকায়। নিহত সাইফুল মিয়া চর বেলাব গ্রামের মো. জীবন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার বিকেলে মাটিয়ালপাড়া ও চর বেলাব গ্রামের তরুণদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিপক্ষের ধাক্কায় মাটিয়ালপাড়ার এক যুবক আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে খেলার মাঠেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

পরে সন্ধ্যায় চর বেলাব গ্রামের এক যুবকের মোটরসাইকেলে ধাক্কা দেয় মাটিয়ালপাড়ার খেলোয়াড়দের বহনকারী একটি ব্যাটারিচালিত রিকশা। রাতে চর বেলাব গ্রামের কয়েকজন বিষয়টি নিয়ে কথা বলতে মাটিয়ালপাড়ায় গেলে সেখানে তাদের মারধর করা হয়।

বিষয়টি ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকালে চর বেলাব গ্রামের শতাধিক মানুষ লাঠিসোঁটা ও দেশি অস্ত্রসহ মাটিয়ালপাড়ার দিকে অগ্রসর হয়। এরপর দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাঁদানে গ্যাস, টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে রাবার বুলেটবিদ্ধ কয়েকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পথে আহত সাইফুল মিয়া মারা যান।

বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনজুর-ই-মুশফিকা ফেরদৌস জানান, “সাইফুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর চোখসহ শরীরের বিভিন্ন স্থানে রাবার বুলেটের চিহ্ন ছিল। একই ঘটনায় অন্তত ১০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।”

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, “ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন, পুলিশসহ কয়েকজন আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়তে হয়। সংঘর্ষে একজন নিহত এবং পুলিশ সদস্যসহ অনেকে আহত হয়েছেন। আমি নিজেও আহত হয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

স্থানীয় প্রশাসনের দাবি, পুলিশ একাধিকবার শান্ত থাকার আহ্বান জানালেও গ্রামবাসীরা তা উপেক্ষা করে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়ান।

বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশি টহল জোরদার করা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।

ইএইচ

Link copied!