ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা খেলা দেখতে মানুষের ভিড়

এন কে বি নয়ন, ফরিদপুর

এন কে বি নয়ন, ফরিদপুর

জুন ১৩, ২০২৫, ০৮:৫৫ পিএম

গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা খেলা দেখতে মানুষের ভিড়

ফরিদপুরের সদরপুর উপজেলায় অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও বিলুপ্তপ্রায় খেলাধুলার অন্যতম দাড়িয়াবান্ধা খেলা। হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যবাহী খেলাটি উপভোগ করতে নানা বয়সের হাজারো মানুষের ভিড় জমে মাঠজুড়ে।

শুক্রবার বিকেলে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বাড়ৈইহাট স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেয় উজিরখার কান্দি জলিল খার দল এবং পূর্বকান্দি জাহিদুল ইসলামের দল।

বিভিন্ন এলাকা থেকে আসা দর্শকরা বলেন, খেলাটি তাঁদের শৈশবের স্মৃতিকে ফিরিয়ে এনেছে। খেলা শুরু হলে মাঠজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। দর্শকেরা উল্লাসে মেতে ওঠেন, কেউ কেউ মোবাইলে খেলার দৃশ্য ধারণ করেন, কেউ আবার স্মৃতি রোমন্থন করেন গ্রামীণ জীবনের।

আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, দাড়িয়াবান্ধা একসময় গ্রামবাংলার অত্যন্ত জনপ্রিয় খেলা ছিল। কিন্তু সময়ের বিবর্তনে ও আধুনিক প্রযুক্তিনির্ভর বিনোদনের চাপে এই খেলা প্রায় বিলুপ্তির পথে। নতুন প্রজন্মের কাছে খেলাটিকে পরিচিত করে তোলাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।

খেলা দেখতে আসা বিল্লাল বেপারী বলেন, “এক সময় গ্রামাঞ্চলের পথেঘাটে, মাঠে কিংবা রাস্তার পাশে ছোট-বড় সবাই এই খেলায় মেতে উঠত। এখন সেই দৃশ্য খুবই বিরল।”

দর্শনার্থী সাজ্জাদ হোসেন বলেন, “বর্তমান প্রজন্ম ফ্রি ফায়ার আর পাবজির মতো গেমে আসক্ত। তাদের মাঝে গ্রামবাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি তুলে ধরতে এই খেলার আয়োজন সময়োপযোগী।”

স্থানীয় বাসিন্দা মো. রাসেল ইসলাম বলেন, “এই খেলার মধ্যে রয়েছে নির্মল আনন্দ। আমাদের যুব সমাজ এখন অপসংস্কৃতিতে ঝুঁকে পড়ছে। তাই তাদের গ্রামীণ সংস্কৃতির দিকে ফেরাতে এই আয়োজন গুরুত্বপূর্ণ।

স্থানীয় ইউপি সদস্য মো. খবির মোল্লা বলেন, “এসব খেলা আজ বিলুপ্তির পথে। গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে এবং তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর অপসংস্কৃতির প্রভাব থেকে মুক্ত করতে দাড়িয়াবান্ধার মতো খেলার বিকল্প নেই। এ ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে।”

ইএইচ

Link copied!