এন কে বি নয়ন, ফরিদপুর
জুন ১৪, ২০২৫, ০৪:৫২ পিএম
ফরিদপুরের বোয়ালমারীতে ঈদ-পরবর্তী আয়োজনে অনুষ্ঠিত হলো বিলুপ্তপ্রায় গ্রামীণ ঐতিহ্যের খেলা হাডুডু।
শুক্রবার দিনগত রাতে উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর-চন্দনী বাজারসংলগ্ন নদীয়ার চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চন্দনী-উমরনগর যুব সমাজের উদ্যোগে এই হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রাতের আঁধারে বৈদ্যুতিক লাল-নীল আলোয় খেলার মাঠ আলোকিত করে দেওয়া হয়। এতে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও হাজারো দর্শনার্থী খেলা উপভোগ করতে ভিড় করেন।
প্রতিযোগিতার উদ্বোধন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপির সহযোগী সংগঠন জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবুল বাসার বিপ্লব।
তিনি বলেন, “হাডুডুর মতো গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। এই আয়োজন সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। আয়োজকদের ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”
দর্শক কামরুজ্জামান বলেন, “গ্রামীণ হাডুডু খুবই জনপ্রিয় একটি খেলা ছিল। এখন আর তেমন দেখা যায় না। কিন্তু বৈদ্যুতিক আলোয় রাতে এমন আয়োজন দেখে দারুণ লাগলো।”
আরেক দর্শনার্থী মো. আরিফ মোল্লা বলেন, “এটা এক ব্যতিক্রমী আয়োজন। হাজারো মানুষের সমাগমে খেলা আরও জমজমাট হয়েছে।”
প্রতিযোগিতায় উমরনগর চন্দনী অবিবাহিত যুবদল বিজয় অর্জন করে বিবাহিত দলকে পরাজিত করে।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. ফোয়াদ হোসেন, ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম, আলী আসগর আমীন, বোয়ালমারী উপজেলা জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক শাহ মো. জাকারিয়া, ইসারত খান, মো. মিলন হোসেন প্রমুখ।
ইএইচ