মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৫, ০১:৩২ পিএম
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী অ্যাসোসিয়েশনের আয়োজনে সদ্য যোগদানকৃত তিন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার রাত আটটায় মির্জাগঞ্জ বহুমুখী সমবায় সমিতির মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদ্য যোগদানকৃত প্রধান শিক্ষকরা হলেন-সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবদুল হালিম, মির্জাগঞ্জ ইউনিয়ন দরগাহ শরীফ মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. শাহ আলম ও পশ্চিম সুবিদখালী ছালেহিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. ইত্তেজা হাসান।
এসময়ে মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মির্জাগঞ্জ ইয়ারিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক (বাংলা) মো. আ. মান্নান লোটাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভাজনা কদমতলা নূরিয়া আলিম মাদরাসার ইংরেজি প্রভাষক মো. মাহাবুবুর রহমান টুকু, সাংগঠনিক সম্পাদক ছৈলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. উজ্জ্বল খাঁন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মির্জাগঞ্জ শাখা সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন মল্লিক, মির্জাগঞ্জ উপজেলা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও সহকারী শিক্ষক মো. আবুসালেহ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
জেএইচআর