আগস্ট ১৯, ২০২৫, ০১:৪১ পিএম
দেশে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে শিল্পের কাঁচামাল ও কৃষি উপকরণের আমদানির মূল্য পরিশোধের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১৮ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ (এফইপিডি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, আগে ব্যাক-টু-ব্যাক আমদানি, কৃষি উপকরণ, রাসায়নিক সার এবং শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় বিলম্বে মূল্য পরিশোধের সর্বোচ্চ সময় ছিল ১৮০ দিন। এখন সেই সময়সীমা বাড়িয়ে ৩৬০ দিন করা হয়েছে। নতুন এ নিয়ম চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
এর ফলে আমদানিকারকেরা বর্তমান ডলার সংকটের মধ্যে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সুবিধা পাবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে দেরিতে মূল্য পরিশোধ করতে পারবেন। তবে রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের আওতায় আমদানির ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে দেশে কার্যরত সব অনুমোদিত বৈদেশিক মুদ্রা ডিলার ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।