সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
জুলাই ৭, ২০২৫, ১২:৩৪ পিএম
গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের সতিতলা এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সেনাবাহিনী পরিচালিত বিশেষ অভিযানে ৬ জন বালু ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে জব্দ করা হয়েছে ৬টি ড্রেজার মেশিন ও ৫টি মোবাইল ফোন।
রোববার (৬ জুলাই) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয় বাঙ্গালী নদীতে। সেনাবাহিনীর ক্যাপ্টেন রুবায়েতের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নদীর বিভিন্ন পয়েন্টে ছড়িয়ে থাকা অবৈধ ড্রেজার মেশিনগুলো ধ্বংস করে জব্দ করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—সতিতলা গ্রামের বাবলু মিয়া (৪২), মঞ্জুর আলম (৪১), হাপানিয়ার বুলু মিয়া (৫১), গজারির হান্নান মিয়া (৪৯), উল্লাসোনাতলার আলী হোসেন (৩৮) এবং পবনতাইড় গ্রামের বকুল মিয়া (৩৯)।
অভিযান শেষে রাত সাড়ে ৮টার দিকে সেনা ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে গ্রেফতারকৃত ব্যক্তিদের সাঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী চক্র। এতে নদীর গতিপথ পরিবর্তন, জমি ধস ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি দেখা দেয়। সেনাবাহিনীর হস্তক্ষেপে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।
পরিবেশবিদরা বলছেন, নদী রক্ষায় এই ধরনের নিয়মিত অভিযান জরুরি। স্থানীয় প্রশাসনও জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে।
বিআরইউ