বরিশাল ব্যুরো
জুলাই ৯, ২০২৫, ০৩:৩১ পিএম
বরিশালে দুই দিনের টানা বৃষ্টি ও কীর্তনখোলা নদীতে জোয়ারের পানিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ মিলিমিটার এবং ৪৮ ঘণ্টায় মোট ২১৯ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বর্ষা মৌসুমে সর্বোচ্চ।
টানা বর্ষণ ও নদীর জোয়ারের পানির কারণে শহরের প্রধান সড়কসহ নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে খালের মতো রূপ নিয়েছে। ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির কারণে পানি দ্রুত নামতে না পারায় নগরীতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, শিক্ষার্থী এবং অফিসগামী জনসাধারণ পড়েছেন চরম দুর্ভোগে।
নগরবাসীরা অভিযোগ করেছেন, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে অল্প বৃষ্টিতেই বরিশাল সিটি করপোরেশনের অধিকাংশ সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বর্ষাকালে এমন পরিস্থিতি প্রায় নিয়মিত হলেও তা সমাধানে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
জানা গেছে, জলাবদ্ধতার কারণে নবগ্রাম রোড, বগুড়া রোড, করিম কুটির, মুন্সির গ্যারেজ, বটতলা, কাউনিয়া, আলেকান্দা, কাশীপুর ও লাকুটিয়া এলাকার বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এদিকে বরিশালের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার মৌসুম চলায় শিক্ষার্থীদের জলাবদ্ধতা পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হচ্ছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতরাও ভোগান্তির শিকার হচ্ছেন।
আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে বরিশাল ও আশপাশে মাঝারি থেকে ভারী বর্ষণ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
ইএইচ