ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫
Amar Sangbad

এসএসসিতে ময়মনসিংহ বোর্ডে পাসের হারে ধস, কৃতকার্য মাত্র ৫৮.২২ শতাংশ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

জুলাই ১০, ২০২৫, ০৪:৫০ পিএম

এসএসসিতে ময়মনসিংহ বোর্ডে পাসের হারে ধস, কৃতকার্য মাত্র ৫৮.২২ শতাংশ

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার নেমে এসেছে মাত্র ৫৮ দশমিক ২২ শতাংশে, যা বিগত বছরের তুলনায় আশঙ্কাজনকভাবে কম। 

এ ফলাফলে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় বোর্ড মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

ফলাফল ঘোষণার পর থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায় বোর্ড চত্বরে ও বিভিন্ন নামকরা স্কুলে। 

অনেকে মোবাইল এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পেরে হতাশ হয়ে পড়েন। পাসের হার কমে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও চাপা উত্তেজনা ও বিষাদের পরিবেশ বিরাজ করে।

সংবাদ সম্মেলনে বোর্ড চেয়ারম্যান বলেন, “এবারের ফলাফল আশানুরূপ হয়নি। পাসের হার ৫৮ দশমিক ২২ শতাংশ—যা আমাদের জন্য একটি সতর্কবার্তা। গণিত ও ইংরেজির মতো আবশ্যিক বিষয়ে শিক্ষার্থীদের পারফরম্যান্স তুলনামূলকভাবে খারাপ হওয়ায় সার্বিক ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছে।”

তিনি আরও বলেন, “শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত চেষ্টায় এই পরিস্থিতি কাটিয়ে উঠা সম্ভব। যারা অকৃতকার্য হয়েছে, তারা যেন হতাশ না হয়ে নতুন উদ্যমে প্রস্তুতি নেয়।”

বোর্ড সূত্র জানায়, এ বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। তবে অন্যান্য বছরের মতো এবারও মেয়েদের পাসের হার ছেলেদের তুলনায় কিছুটা বেশি।

শিক্ষাবিদদের মতে, ফলাফলের এই অবনতি শিক্ষাব্যবস্থার কিছু মৌলিক দুর্বলতাকেই সামনে নিয়ে এসেছে। তারা মনে করেন, পাঠদানের মান, শিক্ষার্থীদের অমনোযোগিতা ও পরীক্ষা-ভিত্তিক প্রস্তুতির ঘাটতি এই পতনের মূল কারণ হতে পারে।

তারা এখনই সংশ্লিষ্ট মহলের উদ্যোগ গ্রহণের ওপর জোর দিচ্ছেন।

ইএইচ

Link copied!