ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫
Amar Sangbad

লংগদু-দীঘিনালা সড়ক প্লাবিত, সারাদেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

জুলাই ১০, ২০২৫, ০৪:৫৩ পিএম

লংগদু-দীঘিনালা সড়ক প্লাবিত, সারাদেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির লংগদুর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বুধবার দুপুর থেকে দীঘিনালা-লংগদু সড়কের হেড কোয়ার্টার এলাকায় সড়কটি পানিতে তলিয়ে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। গত দুই দিনের অতিবর্ষণে মাইনী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে পাহাড়ি অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

পানিতে তলিয়ে গেছে লংগদুর লেমুছড়ি, ডাঙ্গাবাজার এলাকা এবং খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোট মেরুং ও লম্বাছড়া এলাকার বহু ঘরবাড়ি ও ফসলি জমি। নদীর দু’তীরের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

পানি বৃদ্ধির ফলে দীঘিনালা-লংগদু সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এতে লংগদু উপজেলার সঙ্গে রাঙামাটি, খাগড়াছড়ি ও সারাদেশের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ জানান, “পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের স্থায়ীভাবে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে সবাইকে এ সময়ে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানাই।”

এদিকে টানা বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন ও পরিবেশবিদরা। পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইএইচ

Link copied!