রাঙামাটি প্রতিনিধি
জুলাই ১০, ২০২৫, ০৪:৫৩ পিএম
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির লংগদুর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বুধবার দুপুর থেকে দীঘিনালা-লংগদু সড়কের হেড কোয়ার্টার এলাকায় সড়কটি পানিতে তলিয়ে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। গত দুই দিনের অতিবর্ষণে মাইনী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে পাহাড়ি অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পানিতে তলিয়ে গেছে লংগদুর লেমুছড়ি, ডাঙ্গাবাজার এলাকা এবং খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোট মেরুং ও লম্বাছড়া এলাকার বহু ঘরবাড়ি ও ফসলি জমি। নদীর দু’তীরের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
পানি বৃদ্ধির ফলে দীঘিনালা-লংগদু সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এতে লংগদু উপজেলার সঙ্গে রাঙামাটি, খাগড়াছড়ি ও সারাদেশের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ জানান, “পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের স্থায়ীভাবে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে সবাইকে এ সময়ে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানাই।”
এদিকে টানা বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন ও পরিবেশবিদরা। পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইএইচ