ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫
Amar Sangbad

বগুড়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আলী, বগুড়া

মোহাম্মদ আলী, বগুড়া

জুলাই ১০, ২০২৫, ০৫:২০ পিএম

বগুড়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত নির্বাহী কমিটির প্রথম সভা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় নির্বাহী কমিটির সদস্যরা অংশ নেন।

সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু, সহ-সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ ও মীর্জা সেলিম রেজা, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন, সাহিত্য সম্পাদক শেখ সাহেদ, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম, পাঠাগার সম্পাদক জাফর আলম মিলন এবং নির্বাহী সদস্য মহসীন আলী রাজু, এডভোকেট আব্দুল মান্নান, শামীম আলম, জহুরুল ইসলাম, গোলজার হোসেন মিঠু, মুক্তার শেখ, সায়েদুজ্জামান বিজয় ও হারুন অর রশিদ তালুকদার।

সভায় আগামী ২৩ আগস্ট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠান সফল করতে পাঁচটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় বিভিন্ন বিভাগের সম্পাদকরা নিজ নিজ দপ্তরের বাজেট উপস্থাপন করেন এবং তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসক্লাবকে নিয়ে বিভ্রান্তিকর বা বিব্রতকর স্ট্যাটাস না দেওয়ার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।

এছাড়া, যারা পূর্বে সদস্য না হয়ে প্রেসক্লাব সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন, তাদেরকে প্রেসক্লাবের কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সঙ্গে প্রেসক্লাবের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যতীত অন্য কোনো গ্রুপ পরিচালনা না করার পরামর্শ দেওয়া হয় এবং এ ধরনের গ্রুপগুলো বন্ধ রাখার আহ্বান জানানো হয়।

ইএইচ

Link copied!